মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ হাজার ১৭৬ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.আসাদুল হক ভূঞা (নৌকা) বিজয়ী হয়েছেন।
তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম (ধানের শীর্ষ) পেয়েছেন ২ হাজার ২৫৬ ভোট। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে এরশাদ মিয়া ( উটপাখি),২নং ওয়ার্ডে আব্দুল হামিদ ( উটপাখি),৩নং ওয়ার্ডে মাখবুল রাকীব সুমন ( উটপাখি), ৪নং ওয়ার্ডে একেএম টিপু সুলতান (ডালিম),৫নং ওয়ার্ডে আনিছুর রহমান রতন (উটপাখি),৬নং ওয়ার্ডে মনিরুজ্জামান খন্দকার ( গাজর),৭নং ওয়ার্ডে আক্কাছ মিয়া (পাঞ্জাবী),৮নং ওয়ার্ডে গোলাম জিলানী ( পানির বোতল),৯ নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম ( উটপাখি)।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রের ৪২টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মোস্তফিজুর রজমান ঢালী বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র পদে ৭০% ভোট পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।