জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার :
নকলা পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন নকলা বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি ভোট দিয়ে আবার আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে নকলা পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে।
আপনাদের ব্যবসাবাণিজ্যের নিরাপত্তায় পুরো নকলা শহর সিসি ক্যামেরার আওতায় আনা হবে। গত নির্বাচনে কথা দিয়েছিলাম মেয়র নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে নকলা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করব, পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়ন করব। আমি কথা রেখেছি। নির্বাচিত হয়ে ৬ মাসের মধ্যে নকলা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করেছি।
রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছি। সমগ্র পৌর এলাকা সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। পৌরবাসির সার্বিক নিরাপত্তাসহ জীবন ও জীবিকার মানোন্নয়ন করেছি। আগে বর্ষাকালে নকলা শহরের বিভিন্ন পয়েন্টে হাঁটু পানি জমে থাকত, ময়লার স্তুপ জমে থাকত। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়ার কারণে এখন নকলা শহরের কোথাও বর্ষাকালে এক ফোঁটা পানিও খুঁজে পাওয়া যায়না। নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
হাফিজুর রহমান লিটন ২৩ জানুয়ারি শনিবার রাতে নকলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে আরো ২ জন মেয়র ছিলেন তারা একজন বলতেন কিছু দেয় না, আরেকজন বলতেন কিছু পাই না। অর্থাৎ তারা পৌরসভার কোন উন্নয়ন করতে পারেনি। লিটন বলেন, মেয়র নির্বাচিত হয়ে আমি পৌরসভার কাঙ্খিত উন্নয়ন করেছি। সুতরাং পৌরসভার আরো উন্নয়নের জন্য আমি আবারো আপনাদের কাছে নৌকা প্রতীকে ভোট চাই।
নকলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরেরর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সঞ্চালনায় ওই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, বীজ ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম শাহীন, সার ব্যবসায়ী জয়েন উদ্দিন, ুদ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী নেকতার আলী প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে নকলা পৌরসভা নিয়ে মেয়র হাফিজুর রহমান লিটনের বিভিন্ন ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে পুণরায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশাবাদ ব্যাক্ত করেন।ওই সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, নকলা
বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীসহ সাধারণ ভোটার ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।