ঈশ্বরগঞ্জে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তারুন্দিয়া গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তারুন্দিয়া গ্রামের সেচ মেশিন ম্যানেজার আবুল হোসেন (৫৫) তারুন্দিয়া বোরো মাঠে পানি সেচ দেওয়া শুরু করেন। এসময় একই গ্রামের মৃত ইছব আলীর পুত্র মোহাম্মদ আলী, মমতাজ আলী ও আব্দুল কুদ্দুসের ক্ষেতে পানি দেওয়া বন্ধ রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন ভাই সেচ মেশিন ম্যানেজার হোসেন আলীর উপর হামলা চালায়।

হামলায় মেশিন ম্যানেজার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।