নান্দাইলে বোনের কবর খুঁড়তে গিয়ে চাচাতো ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক, নান্দাইল আঞ্চলিক অফিস :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে বোনকে দাফন করার জন্য কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার ( ৩ ফেব্রুয়ারি) সকালে কবর খুঁড়তে খুঁড়তে তিনি ঢলে পড়লে স্থানীয় চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান বেগম (৪০) গত মঙ্গলবার রাতে মারা যান।

সকালে নুরজাহানকে দাফন করার জন্য কবর খুঁড়তে যান তাঁর চাচাতো ভাই বাবুল মিয়া। কোদাল দিয়ে মাটি কাটার একপর্যায়ে তিনি সেখানেই ঢলে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাফি আদনান বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী সাংবাদিকদের জানান, তাঁর ছেলে স্ট্রোক করে মারা গেছেন।

পরে ওই গ্রামের কবরস্থানে পাশাপাশি দুটি কবরে মৃত চাচাতো ভাই বোনের দাফন সম্পন্ন করা হয়।