মজিবুর রহমান : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেছেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সৎ ও নির্ভীক সাংবাকিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসকাবের হলরুমে সাংবাদিকদের সাথে কথা শীর্ষক এক মুক্তালোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৬ ফেরুয়ারি) দুপুর ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসকাবের হলরুমে সাংবাদিকদের সাথে কথা শীর্ষক এক মুক্তালোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, সাংবাদিক বান্ধব সরকার। জননেত্রী শাসনামলে বহু প্রিন্ট মিডয়িা,ইলেক্টকি মিডিয়া, অনলাইন মিডিয়া সৃষ্টি হয়েছে এবং অবাধ তথ্য প্রচার হচ্ছে। সাকেক এই ছাত্রনেতা রাজনীতির পাশাপাশি একটি সংবাদপত্রে সাব-এডিটরে দ্বায়িত্ব পালন করার কথা জানিয়ে তিনি আরো বলেন,আমি সাংবাদিকদের অভাবটা বুঝি, দুঃখ বেদনা বুঝি।
এইজন্যই আমি সব সময় বলি পত্রিকার সম্পাদকরা যেন সাংবাদিক হয়, তাহলে তারা সাংবাদিকদের দুঃখ বেদনা বুঝবে। আমরা করোনার সময় সাংবাদিকদের প্রনোদনার ব্যাবস্থা করেছি। তিনি আরো বলেন, নেত্রকোণায় প্রতিটি উপজেলায় একটি করে শিল্পকলা একাডেমি স্থাপন করা হবে, নেত্রকোণায় শিল্পকলা একাডেমির অধিনে একটি আধুনিক সুবিধা সম্বলিত অডিটোরিয়াম করা হবে।
প্রতিটি উপজেলায় পলিটেকনিক ইন্সটিটিউট হবে। যুব ভবন হবে। তিনি আরো বলেন, করোনা যুদ্ধে জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে করোনাকে মোকাবিলা করতে সম হয়েছেন। বৈশ্বিক এই করোনা পৃথিবীর বহু দেশে অর্থনীতিতে প্রভাব ফেলেছে সেই জায়গায় বাংলাদেশের সুচক উর্ধগতি রয়েছে।
করোনার ভ্যাকসিন নেত্রকোনায় ৭ ফেব্রুয়ারি শুরু হবে। সকলেই এই টিকা পাবেন। কেউ যাতে গুজব না ছড়ায় সেদিকে সকলেই সর্তক থাকার আহবান রাখেন তিনি। বিদ্যুৎ খাতে সরকারে শতভাগ সাফল্য জানিয়ে তিনি আরো বলেন, আল-জাজিরার প্রকাশিত সংবাদটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন তিনি।
জেলা প্রেসকাবের সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিউর রহমান খান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নেত্রকোণা পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নূর খান মিটু, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভুঞা, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম , জেলা প্রেসকাবে সহ সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসকাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরীসহ জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।