বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
রবিবার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর প্রথম টিকা নিয়েছেন ১০ জন। টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। উদ্বোধনের পর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মীদের মধ্যে নিজদেহে প্রথম টিকা গ্রহন করেন মোস্তফা কামাল টিটন।
জনপ্রতিনিধিদের মধ্যে প্রথম টিকা নেন নীলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। প্রথম টিকা পুশ করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত সিনিয়র নার্স মাহমুদা সিদ্দিকা শিউলি। সার্বিক তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী।
উদ্বোধনের পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: প্রতাপ নন্দীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,সহকারী কমিশনার(ভূমি) ডা. স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুৃল ইসলাম বিজয় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাথ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।