নকলায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার :

“জীবন ও স্বাস্থ্য সুরায় নিরাপদ খাদ্য, টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলে কোভিড – ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লে শেরপুরের নকলায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বাহাউদ্দিন, ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, হোটেল ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর তোতা মিয়া, নকলা প্রেসকাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোর মালিক, ফল ব্যবসায়ী, পোল্ট্রি ফিড ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের খাদ্য ব্যবসায়ী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। সেমিনারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর অপরাধ ও দন্ড নিয়ে বিস্তারিত আলোকপাত করেন শেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম।