রামবাবু রোডস্থ আলীমন প্লাজা থেকে পর্নোগ্রাফির অভিযোগে র‌্যাবের হাতে আটক ৪

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

স্টাফ রিপোর্টার :

অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে এবং পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ করার অভিযোগে র‌্যাবের হাতে চারজন আটক হয়েছে।

বৃহপ্রতিবার ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের আলীমন প্লাজার বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তাদেরকে আটক করা হয়। তাদের হেফাজত হতে কম্পিউটার, মোবাইল ফোনসেট সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি টিম তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, মাঃ রফিক, মোঃ লিখন, নূর মোহাম্মদ ও শরিফুল আলম।

র‌্যাব আরো জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ নগরীর রামবাবু রোডস্থ আলীমন প্লাজার ভিতরে অবস্থিত বিভিন্ন কম্পিউটার দোকানে অবৈধভাবে সার্ভারের খঅঘ নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গন-উপদ্রপ সৃষ্টি করে আসছিল। এই সমস্ত গণ-উপদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানায়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।