গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বসন্তবরণ উপলক্ষে রোববার (১৪ ফেব্রুয়ারি/২০২১) উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মেঘলাল মন্ডল, উপজেলা ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার বানু।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ফেরদৌসী জান্নাত খাঁন, ফারজানা জান্নাত খাঁন, প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, জাহানারা বেগম, সেলিনা বেগম, আসলাম হায়দার, হোসনে আরা বেগম, আব্দুল মান্নান, মোঃ মফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, জেবুননেসা, মনহর উদ্দিন, গোলাম ফারুক, আব্দুল খালেক প্রমুখ। পিঠা স্টলে ৩৬ প্রকারে পিঠা প্রদশর্নী করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা সাংস্কৃতিকপর্বে অংশ নেন।