গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
এ বিজয় আমার নয়, আপনাদের! তাই অনেকেই বিজয়ের পরপরেই ফুলের তোড়া, মালা নিয়ে এসেছেন, এগুলো আমি নেইনি, কেননা এগুলো প্রকৃত হকদার হলেন আপনারা, তাই আপনাদের দিয়ে দিয়েছি! এমন বক্তব্য দিয়ে মধ্যে সংবর্ধিত অতিথির জন্য রক্ষিত ফুলের পাপড়ির ঝুঁড়ি হাতে নেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত (একাধারে তিনবার) হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
সেই ঝুঁড়ি থেকে ফুলের পাঁপড়ি নিজের হাতে নিয়ে উপস্থিত ভোটারদের মাথায় ছিঁটিকে উল্লাসিত করেন তিনি। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৪মার্চ/২০২১) পৌর শহরের চকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায়।
অনুষ্ঠানের সভাপতি কৃষক সালেহ উদ্দিন যখন ফুলের মালা পৌর মেয়রের গলায় পড়াতে চান, ঠিক সেই সময় আরেক চমক দেখান তিনি। তিনি সেই নিজের গলায় না দিয়ে, সভাপতিকে পড়িয়ে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতাউর রহমান মুরাদ ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ বাগচি। ১নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলল আব্দুর রউফ মোস্তাকিম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরতি ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু, সালেহা আক্তার, সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুনশী, মো. নাজিম উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, আরিফুল ইসলাম ভূঞা এনাম, সাবেক কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, শিউলী চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, নাট্যভিনেতা হরিদাস, ব্যবসায়ী তপন সাহা, সুজাতা রানী সাহা, মসজিদের ইমাম হাজী আব্দুল বারী, লিখন সরকার, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জনি অভি প্রমুখ।
তিনি আরো বলেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি নিজেই মাঠে থাকবো। আপনাদের উপর কোন অত্যাচার নির্যাতনে সহ্য করা হবে না। আপনারা সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আমাকে বিজয়ী করেছেন। আপনার কাঙ্খিত এ পৌরসভাকে শতভাগ নাগরিক সেবা প্রদান পৌরসভায় রূপান্তর করা হবে। কোন দুর্নীতি থাকবে না; স্বচ্ছ সুন্দর মডেল পৌরসভা হবে গৌরীপুর।