নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে সাইকেল র্যালি ও মিলনোৎসব ৮ মার্চ
দুরন্ত বাইসাইকেল এর সহযোগিতায় ঢাকা রাউন্ড টেবিল এবং ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি আয়োজিত
স্টাফ রিপোর্টার :
দুরন্ত বাইসাইকেল এর সহযোগিতায় ঢাকা রাউন্ড টেবিল এবং ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি আয়োজিত নারী দিবস উপলক্ষে সাইকেল র্যালি ও মিলনোৎসব ৮ মার্চ সকাল ৯:৩০ মিনিটে বৈশাখী মঞ্চ-২ এ শুরু হবে। নিবন্ধনকৃত সকল নারী সাইকিস্টসদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো: ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়িতা শিল্পী, ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
রেলীটি বৈশাখী মঞ্চ-২ থেকে শুরু হয়ে জয়নুল আবেদিন সংগ্রহশালার গেইট হয়ে, কাচিঁঝুলি মোড়- টাউনহল মোড়- বাতিরকল মোড়- জিরো পয়েন্ট হয়ে আবার বৈশাখী মঞ্চ-২ এ এসে শেষ হবে।
রেলী শেষে বৈশাখী মঞ্চেই নারী সাইকিস্টদের অংশগ্রহনে গেইম শো এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সাইকেল র্যালি ও মিলনোৎসবে পার্টনার হিসেবে থাকছেন সাইকিস্টস পার্টনার ময়মনসিংহ সাইকিস্টস, ভলান্টিয়ার পার্টনার মুক্তাগাছা সাইকিস্টস. ফটোগ্রাফি পার্টনার বিডি ক্লিন ময়মনসিংহ. অনলাইন পার্টনার ঢাকা পোষ্ট, লোকাল ডেলি নিউজ পেপার পার্টনার দৈনিক স্বজন।