ধোবাউড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রথমবারের মতো ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় সারাদেশের ন্যায় প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এ উপলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছাত্রলীগ, থানা পুলিশ, সরকারি আদর্শ ডিগ্রী কলেজ, মডেল সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী গৃহীত কর্মসূচিতে রয়েছে, সকাল ১০টায় উপজেলা পরিষদ -হলরুমে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগীতা, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গীর্জা, ও অন্যান্য উপসানালয়ে দোয়া, মিলাদ ও প্রার্থনা, দুপুর ২.৪৫ ঘটিকা হইতে ৩.০৩ ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠান, সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ হলরুমে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চে প্রদত্ত ভাষণ প্রচার শেষে বিকাল ৩.০৩ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।