প্রতিনিধি গৌরীপুর (ময়মনসিংহ) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারে শুক্রবার (১৯মার্চ/২০২১) বাকী-রাফী মেডিকেল সেন্টার উদ্যোগে বিনামূল্যে গাইনী মেডিকেল ক্যাম্প ও হতদরিদ্র-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথির ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুর রহিম মিন্টু ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের মেডিকেল টিম প্রধান আলহাজ¦ ডাঃ একেএম মাহফুজুল হক ফেরদৌস। সঞ্চালনা করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন ফকির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুর রহিম মিন্টু, বিশেষ অতিথি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার, স্ত্রী রোগী বিশেষজ্ঞ ডা. আয়েশা বেগ ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, ময়মনসিংহ বিএফএ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান।
দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা দেন ময়মনসিংহের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. আয়েশা বেগ, ডা. দিপঙ্কর চক্রবর্তী, ডা. হাসিবুল আসিফ, ডা. ফারাহ তাসনিম তন্বী, ডা. লামিয়া হুমাইরাহ, সেবায় সহযোগিতায় করেন সিনিয়র স্টাফ নার্স মোছা. রোকেয়া আক্তার খাতুন, আকলিমা খাতুন, ফার্মাসিষ্ট রোকেয়া আক্তার, সিএইচসিপি মো. মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, মো. শহিদুল ইসলাম, পরিচালনায় সহযোগিতা করেন ডা. মো. মজিবুর রহমান খাঁন, ডা. আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৬২৮জনকে ব্যবস্থাপত্র ও ৪শতাধিক অসহায় দুস্থরোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্পে অংশ নেয়া পাঁচ চিকিৎসক ও সহযোগীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।