ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপির সহযোগিতায় ও ঈশ্বরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ দুধ ডিম মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা. অমিত দত্ত, প্রেসকাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, এলডিডিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল মাওয়া প্রমুখ।
উল্লেখ্য যে দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জন সাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে “ করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলি”- “ নিয়মিত দুধ, মাংস ও ডিম গ্রহণ করি” শ্লোগানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ন্যায্যমূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় করা হবে।