স্টাফ রিপোর্টার : ১৭ মে গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সপ্তাহব্যাপি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ টাউনহলস্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনসহ বিভিন্ন সময়ের ৪০টি দুর্লভ ছবি নিয়ে এই চিত্র প্রদর্শণী শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ইকরামূল হক টিটু।
এ সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, সচিব রাজীব সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, কাউন্সিলর ফারুক হাসান, শফিকুল ইসলাম, নিয়াজ মুর্শেদ, জসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনা কর্মকর্তা মানস বিশ্বাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক শওকত ওসমান লিটন, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সিটি মেয়র ইকরামূল হক টিটু বলেন, স্বাধীনতা বিরোধীদের নির্মম চক্রান্তে পরিবারের সবাইকে হারিয়ে ১৯৮১ সালের এই দিনে মুক্তিকামী জনতার অশ্র“মাখা ভালবাসায় সিক্ত হয়ে প্রিয় মাতৃভুমি পিতার রক্তভেজা মাটিতে ফিরে আসেন (প্রত্যাবর্তন করেন) জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐ দিনের উদ্ধৃতি দিয়ে মেয়র টিটু আরো বলেন, মুক্তিকামী জনতার অশ্র“মাখা ভালবাসায় সিক্ত হয়ে শেখ হাসিনা ঐ দিন বলেছিলেন, সবকিছু হারিয়ে আপনাদের মাঝে এসেছি, আমার আর হারাবার কিছুই নেই, বাংলার দুঃখী মানুষের সেবায় আমি আমার জীবন দান করতে চাই।