শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে ভাতার টাকা প্রতারনা করে আত্মসাৎ করায় এক প্রতিবন্ধীর দায়ের করা মামলায় সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরি কাম-দপ্তরী ও বিকাশ ব্যবসায়ী মো.মকবুল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
প্রতারণার মামলায় বুধবার (৯ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিংরইল ইউনিয়নের সিংরইল আগপাড়া গ্রামের ফালান মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল গ্রামের প্রতিবন্ধী আব্দুছ ছালামের প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ১১১ টাকা মকবুল হোসেন তার বিকাশ দোকান থেকে প্রতারণা করে আত্মসাৎ করেন। পরে ভাতার টাকা আত্মসাৎ করার বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী ছালাম নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারনার মামলায় মকবুল হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১০ জুন) কোর্টে প্রেরণ করা হয়েছে।