শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১৪ জুন) দুপুরে আচারগাঁও শিবনগর গ্রামের তারেক মোহাম্মদ নাজমুল হাসান নামে এক ব্যক্তি সম্পত্তি দখলমুক্ত করতে ও জীবনের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তার চাচা হাবিবুর রহমান আরজু, হুমায়ূন কবীর, শামছুদ্দিন ও চাচাতো ভাই বাবু মিয়া ৮০শতক জায়গা জোরপূর্বক দখলে নিয়ে গেছে ও ৪৩ শতাংশ জমি জাল দলিল করে নিয়া গেছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া পেশী শক্তি ব্যবহার করে আরও জায়গা দখলে নেওয়ার লক্ষ্যে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।
এ নিয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি উল্লেখ করেন। ইতিপূর্বে তিনি নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন বলেও জানান।
তারেক মোহাম্মদ নাজমুল হাসান পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মজিবুর রহমানের পুত্র।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান আরো জানান, তার চাচা হাবিবুর রহমান আরজু, হুমায়ূন কবীর, শামছুদ্দিন ও চাচাতো ভাই বাবু মিয়ার অত্যাচারে বাড়িতে বসবাস করতে পারছেন না। তার পরিবারের লোকজন বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। তিনি সম্পত্তি দখল মুক্ত ও জীবনের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১৬জন সাংবাদিক উপস্থিত ছিলেন।