ফুলপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন’ ক’ শ্রেণির উপকারভোগীদের মধ্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এইবার ফুলপুর সদর ইউনিয়নের বাঁশতলা ও নাকাগাঁও গ্রামে ৮ টি, রহিমগঞ্জ ইউনিয়নের দোয়াই গ্রামে ৭ টি ও বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামে ১৫ টি সহ মোট ৩০টি গৃহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জনপ্রিয় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, উপজেলা প্রকৌশলী মামুন -অর- রশিদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এটিএম রবিউল করিম সহ ফুলপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।