স্টাফ রিপোর্টার : করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ১১টি অঞ্চলে লকডাউন ঘোষণা করা হয়েছে। (২৫ জুলাই) সকাল ৬টা থেকে পহেলা জুলাই মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার ২৪ জুন এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই লকডাউন ঘোষনা করেছেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাসকান্দা, (বাস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলীয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আর কে মিশন রোড, বাউন্ডারী রোড, পাটগুদাম, কাচিঝুলি ও গাঙ্গিনার পাড় এলাকার সার্বিক কার্যাবলী/চলাচল (জনসাধারণের চলাচলসহ) ২৫ জুন সকাল থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
এই সময়ে শুধুমাত্র আইন শৃংখলা এবং জরুরী পরিসেবা যেমন কৃষি উপকরণ, খাদ্যশষ্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ, স্বাস্থ্যসেবা, কোভিট টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানী, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যমকর্মী, বেসরকারী নিরাপত্তা ব্যবস্থা ও ডাকসেবাসহ অন্যান্য জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা সাথে সংশ্লিষ্ট অফিস সমুহ, তাদের কর্মচারী ও যানবাহন সমুহ এবং পণবাহি ট্রাক/লড়ি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।