মুক্তাগাছা (ময়মনসিংহ);
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্ধ গোয়ালিয়া হতে কালিবাড়ী কাঁচা সড়কের বেহালদশা। ঊপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া নতুনবাজার হতে কালিবাড়ী বাজার পর্যন্ত কাঁচা সড়কটি জলাবদ্ধতার কারণে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
সরেজমিনে দেখা যায়, বন্দগোয়ালীয়া নতুন বাজার হতে পূর্ব কালিবাড়ী বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচারাস্তাটির অধিকাংশ জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তার ওপরে পুকুরের পাড় নির্মান করার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায় এবং রাস্তায় যানবাহনসহ জনসাধারণের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলেই হাটু পানির নিচে থাকে রাস্তা। কোন যানবাহন তো দূরের কথা খালি শরীরের চলাচল করাও মুসকিল। বন্দোগোয়ালীয়া, বনবাংলা, যাত্রাটি, বরুকাসহ ১০টি গ্রামের প্রায় ২ হাজার লোক প্রতিদিন যাতায়ত করেন এ রাস্তা দিয়ে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রায় ৮শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিদিন এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে হয়। বর্ষাকালে এ রাস্তায় যাওয়ার পথে পা পিচ্ছলে স্কুল ব্যাগ, জামা-কাপড় নষ্ট হয়ে যাওয়াসহ হাত পা ভেঙ্গে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে একাধিক বার অভিযোগ করলে বারবার প্রতিশ্রুতি দিয়েও কোন প্রদক্ষেপ গ্রহন করেনি। রাস্তাটি দ্রুত সংস্কার চেয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।