নান্দাইলে কোরবানির অনলাইন হাটের উদ্বোধন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস থেকে:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে কোরবানির অনলাইন হাট চালু করা হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজিত এই অনলাইন সেবা কার্যক্রম শনিবার (২৬ জুন) প্রধান অতিথি হিসেবেশুভ উদ্বোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

উদ্বোধন শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক নিজের হাতে গবাদী পশুর জন্য অল্প টাকা ব্যয়ে স্বাস্থ্যকর ও মানসম্মত খাদ্য তৈরি করার জন্য ইউ.এম.এস পদ্ধতি সকলের মাঝে প্রদর্শন করেন। এছাড়া নান্দাইল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর জন্য প্রশিক্ষণ হল উদ্বোধন সহ প্রশিক্ষণ প্রাপ্ত এলএলডিডিপি’র কর্মীদের মধ্যে নগদ চেক বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদকের সঞ্চালনায় উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, ভেটেরিনারি সার্জন উজ্জল হোসাইন প্রমুখ।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, করোনার প্রার্দূভাবরোধ কল্পে অনলাইন কোরবানির হাটের বিকল্প নেই। এখন থেকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসে থেকেই পশু ক্রয়-বিক্রয় করতে পারবে।

এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।