শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেনতায় মাস্ক ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা সদর বাজারে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক এই অভিযান পরিচালনা করেন।
এসময় মাস্ক ব্যবহার না করায় তিন দোকানি বাদল মিয়া, নারায়ণ চন্দ্র ও পথচারী দিলীপ চন্দ্র সিংহকে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেন। এবং নারায়ণ চন্দ্র নামে এক যুবক প্রশাসনকে বিদ্রুপ করায় তাকে আটক করা হয়। পরে মুচলেখা দিয়ে ছাড়া পায় ওই যুবক।