স্টাফ রিপোর্টার ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২০২০-২০২১ সালের জন্য শুদ্ধাচার পুরস্কার ও পরবর্তীতে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) বাস্তবায়নে কর্মদতার স্বীকৃতিস্বরূপ প্রনোদনা পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এই পুরস্কার প্রদান করেন।
গ্রেড ১০ থেকে গ্রেড ১০ ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন সহকারী সম্পত্তি কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান এবং এপিএ বাস্তবায়নে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রণোদনা পুরস্কার প্রদান করা হয় সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে।
এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমরা যেন মানুষের কাছে দ্রুততম সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে পারি সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রয়েছে উল্লেখযোগ্য অবদান এবং উদ্যোগ। লক্ষ্য অর্জনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিও তাঁর অনন্য উদ্যোগ। এতে পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জনের সমতা বৃদ্ধি পায়। মেয়র আরো বলেন, আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি স্থাপনে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। সম্মিলিতভাবে কাজ করে জনগণের কাছে জনপ্রতিনিধিদের করা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন করতে হবে।
এ সময় পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর সাথে সিটি কর্পোরেশনের সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিদের আন্তরিকভাবে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র টিটু।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত সহকারী সম্পত্তি কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সৎভাবে চলে একদিন সম্মানিত হবো। এর বেশি কিছু চাইনা। এছাড়া পুরস্কার অর্থ দিয়ে বিবেচনা না করে এটিকে ভালবাসা হিসাবে নিয়ে কাজ করতে চেষ্ঠা করব।
অপরদিকে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) বাস্তবায়নে কর্মদতার স্বীকৃতিস্বরূপ প্রনোদনা পুরস্কার গ্রহণকালে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, নতুন সিটিকে দ্রুততম সময়ে আধুনিকায়নে সকলের সহযোগীতায় কাজ করে আসছি। একইসাথে কাজের গুনগত মান রা করে টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নে সর্বাত্বক চেষ্ঠা করছি। এ জন্য প্রধান প্রকৌশলী নির্বাচিত সিটি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্নসিলসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।