কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে গত ৩ দিনের ভারী বৃষ্টিতে বেড়েছে সোমেশ্বরী নদীর পানি। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। দিনভর মুষলধারে বৃষ্টিতে সাধারণ মানুষের চলাচল ভোগান্তি হলেও শুকিয়ে থাকা সোমেশ্বরী যেনো ফিরে পেয়েছে উত্তপ্ত যৌবন। তাছাড়া বর্ষাকালে রূপ যৌবন ফিরে এসেছে উপজেলার ছোট বড় নদ-নদী ও খাল-বিল গুলোতে।
সরজমিনে গিয়ে দেখা যায়, (২৯ জুন) গত মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণে, সোমেশ্বরীর নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। নদীগুলোতে বইছে খর¯্রােত। কিছু সময় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে দেখা দিচ্ছে সোমেশ^রী নদীর তীরবর্তী বসতিদের নদী ভাঙন। গত বন্যায় ভাঙন কবলিত অনেক বসতি এখন ঢাকার কামরাঙিরচর এলাকায় বসবাস করছেন। অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন ভিটে-মাটি হারিয়ে।
এদিকে কোভিড-১৯ ও টানা বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের বেড়েছে চরম ভোগান্তি। দিনমুজুরসহ রিকশাচালকদের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে একেবারেই। এইভাবে বৃষ্টি অব্যাহত থাকলে নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে নদীর পানি অনেকটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে ধারণা করছেন পানি উন্নয়ন বোর্ডের প্রাক্তন কর্মকর্তা মি. মাইকলে প্রদিপ বাউল। অন্যদিকে নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। কৃষকের আমন মৌসুমের রোপনকৃত ধানের চারার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কৃষকের পুকুরের মাছ ভেসে যেতে পারে এমন ধারণা বিজ্ঞ মহলের।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীর-উল-আহসান বলেন, পানি বৃদ্ধির খবর পেয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এলাকায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা কোন প্রকার খাদ্য সমস্যা দেখা দিলে, তা মোকাবেলায় প্রস্তত রয়েছে উপজেলা প্রশাসন।