ফুলপুরে সকলের সহায়তায় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো ছোট্ট রিফাত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়নসিংহের ফুলপুরে সকলের চেষ্টা ও মানবিক সহায়তায় রিফাত হোসেন (৬) নামের শিশুটি হার্টের জটিল অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
ফুলপুর সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের পিতা আলামিন হোসেন ও মাতা রিখা বেগমের একমাত্র সন্তান রিফাত হোসেন (৬)। তার হার্টে ছিদ্র হওয়ায় ২ বছর ধরে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। দরিদ্র পিতার পক্ষে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।
এ বিষয়ে সার্বিক-সহযোগীতার জন্য শিশুটির পরিবার থেকে ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিনকে অনুরোধ জানালে, গত ২৫ এপ্রিল প্রেসক্লাব সভাপতি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। যা দেখে গ্রামাউস নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক এগিয়ে আসেন। পরে উনার প্রচেষ্টায় প্রেসক্লাব সভাপতিসহ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান, ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মুর্শিদুল আলম উজ্জল ও সাংবাদিক নুরুল আমিনকে নিয়ে একটি সাহায্য সংগ্রহ কমিটি গঠন করা হয়।
এরইমাঝে বিভিন্নজনের কাছ থেকে ৬৬ হাজার ২০০ টাকা সহায়তা পাওয়ার পর গ্রামাউস পরিচালক আব্দুল খালেক সাহেব ২২ মে থেকে ঢাকাস্থ উনার বাসায় রেখে চিকিৎসা ব্যবস্থা শুরু করেন এবং পরে ফুলপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আকন্দের মাধ্যমে এক লন্ডন প্রবাসীর ৫০ হাজার টাকা পেয়ে অর্থনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে যায় শিশুটির পরিবার।
সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ১৭ জুন ঢাকা শিশু হাসপাতালে তার হার্টের সফল অপারেশন সম্পন্ন হয়। জটিল অপারেশনের পর ২৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে ফুলপুর গ্রামাউস কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন চিকিৎসা সহায়তায় সংশ্লিষ্ট সকলেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, ফুলপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাফিউল্লাহ সৈকত, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম, শাহরিয়ার সবুজসহ আরও অনেকেই। শিশুটি সুস্থ হওয়ার পিছনে সহযোগিতাকারী সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার।