ফুলবাড়িয়ায় সর্বাত্বক লকডাউন

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি :

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার তৃনমমূল পর্যায়ে সর্বাত্বক লকডাউন মেনে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে সাধারন মানুষ। লকডাউন নিয়ম না মানায় উপজেলার দেওখোলা বাজারে করোনা সংক্রামক প্রতিরোধ আইনে ৫ জনের কাছ থেকে জরিমানার ১৪’শ টাকা আদায় করেছেন ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দিলরুবা ইসলাম।

স্থানীয় প্রশাসনের সর্বাত্বক প্রচেষ্টায় উপজেলা সদরসহ তৃনমুলের হাটবাজারগুলোর লকডাউনের আওতামুক্ত ব্যাতিত কোথায়ও কোন দোকান খোলা দেখা যায়নি। ফুলবাড়িয়া পৌর শহর, কেশরগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজার, সুসুতি বাজারে সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশের টহল দেখাগেছে।

উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন ইউনিয়নের হাট বাজারের যাতায়াত সড়কগুলোতে ব্যাটারী চালিত রিকসা ভ্যান ব্যাতিত ছোট বড় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে লকডাউন না মানায় উপজেলার দেওখোলা ইউনিয়ন বাজাওে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।