স্টাফ রিপোর্টার, নকলা :
শেরপুরের নকলা পৌরশহরে লকডাউন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
৫ জুলাই সোমবার বিকেলে ওই কার্যক্রম পরিদর্শনকালে পুলিশ সুপার হাসান নাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, জেলা ভোক্তা অধিকারের সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তৈমুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সশস্র বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। ওইসময় জেলা প্রশাসক করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যক্রম সঠিকভাবে বাস্তয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন চলাকালে কেউ অযথা বাহিরে ঘুরাঘুরি করবেন না। প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম বলে তিনি উল্লেখ করেন।