কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের দুষ্কৃতকারীদের হাতে নিহত অটোচালক এলমান হোসেন বাবু ও আহত এখলাছ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার ( ২৯ জুলাই) দুপুরে বাড়িতে গিয়ে তিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান মো.আজিজুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে উভয় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ প থেকে নিহতের পরিবারকে ১৫ হাজার আর আহত পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এসময় সাংবাদিক আবুল কাশেম আকন্দ, মজিবুর রহমান, ইউপির সদস্য তারা মিয়া,শাহীন মিয়া,সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ তিগ্রস্ত পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই দুপুরে সাহিতপুর বাজার মোড়ে একদল চিহ্নিত দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে চেংজানা গ্রামের অটোচালক এলমান হোসেন বাবুকে হত্যা করে। এসময় ফেরাতে গিয়ে চাচা এখলাছ মিয়া গুরুতর আহত হন।