নারী ক্ষুদ্র ব্যাবসায়ী ও শিক্ষার্থীদের পাশে মসিক মেয়র

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ২৫০ নারী ক্ষুদ্র ব্যাবসায়ী এবং ৬০ জন নারী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতার চেক তুলে দিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়রের দপ্তর কক্ষে এ সহায়তার চেক প্রদান করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ জন নারী ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যাবসা উন্নয়নে প্রতিজন এককালীন ১০ হাজার টাকা এবং ৬০ জন নারী শিক্ষার্থীর শিক্ষা সহায়তায় এবং বাল্য বিবাহ রোধে প্রতিজন ৪ হাজার ৫০০ টাকা করে ০২ বারে মোট ৯ হাজার টাকা পাবেন।
চেক প্রদানকালে সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, টাউন ম্যানেজার হেনা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।