স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ময়মনসিংহের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকমুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার সকাল থেকে রাতভর অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, হাইদার আলী ওরফে হাইদুর, বরকত আলী, কালু মিয়া, ফজলুল হক ও মোঃ আলামিন ওরফে আলা। তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানায় একজন, সিআর গ্রেফতারী পরোয়ানায় তিনজন । ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত নারী পুলিশ সদস্য সুমাইয়া ছুটিতে এসে হামলার শিকার হয়েছে। । এ ব্যাপারে সুমাইয়ার ভাই আলী আকবর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতভর অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।