স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় ‘প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের এ্যাপ্রেনটিস/ শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী ও ওস্তাদদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। এসময় সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বল্পমেয়াদে ৪৮ জন প্রশিক্ষণার্থীকে মাথাপিছু ১৮ হাজার টাকা অনুদান ও ১ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং দীর্ঘমেয়াদে ১২ জন প্রশিক্ষণার্থীকে মাথাপিছু ১৮ হাজার টাকা অনুদান ও ৫ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।