স্টাফ রিপোর্টার : “হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান এক জাতি এক প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রিয় কমিটির নির্দেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে দুর্গাবাড়ী মন্দির গ্রহ্নাগারে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক এডভোকেট প্রবীর মজুমদার, অর্থ সম্পাদক শ্রী যাদব সেন, সভাপতি মন্ডলীর সদস্য বাবু তপন সাহা রায়, মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, বৌদ্ধ ধর্মীয় নেতা মৃদুল বড়ুয়া, তারাকান্দা উপজেলা সভাপতি শ্রী প্রদীপ চক্রবতী, ধর্মসভা দূর্গাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহাসহ জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসিদের স্বার্থ ও অধিকার রক্ষায় বেশ কয়েকটি অঙ্গিকার ব্যক্ত করে। এই সব অঙ্গিকার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনার্থে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে সারাদেশ ব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উক্ত কর্মসূচি যথাযথ বাস্তবায়নে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত-এ দুই মাস ব্যাপী গণস্বাক্ষর পরিচালনা করবে।
বক্তাগণ বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। যে কোন দুর্যোগে সবাই এক সাথে কাজ করতে হবে। প্রতিরোধ না করতে পারলেও যেন প্রতিবাদ করা যায়।