স্টাফ রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহকে ঘিরে রয়েছে প্রাকৃতিক অপার সৌন্দর্য। জ্ঞানপিপাসুদের জন্য রয়েছে ইতিহাসখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কুঞ্জ। সুনির্দিষ্ট পরিকল্পনায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় শহর হিসেবে বিশ্বে ময়মনসিংহ খ্যাতি অর্জনের পাশাপাশি জাতীয় আয়েও অবদান রাখতে পারে।
২৭ সেপ্টেম্বর সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ম্যানেজমেন্ট (বিআইপিএম) এর উদ্যোগে আয়োজিত বিআইপিএম ট্যুরিজম এ্যাওয়ার্ড ২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ম্যানেজমেন্ট (বিআইপিএম) এর অধ্যক্ষ নোমান আহাম্মেদ রাহিদ এর সভাপতিত্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর আজহারুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ম্যানেজমেন্ট (বিআইপিএম) এর নির্বাহী পরিচালক প্রফেসর আজিজ আহম্মেদ সাদেক রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ উর রহমান, এডিশনাল পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
আলোচনায় বক্তাগণ বলেন, বিশ্বের প্রায় ৩০ টি দেশের জাতীয় আয় হয় পর্যটন খাত থেকে। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশেও পর্যটন খাতের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পেতে পারে।
বৃহত্তর ময়মনসিংহের প্রাকৃতিক সম্পদসহ নানাবিধ উন্নয়নের মধ্য দিয়ে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক খায়রুল আলম নান্নু, নাসিরাবাদ কলেজ এর অধ্যক্ষ আহমেদ শফিক, দাপুনিয়া কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান আরিফ, শুভেচ্ছা সঞ্চয় জোটের সভাপতি ইয়াজদানী কোরায়শী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ম্যানেজমেন্ট (বিআইপিএম) এর পরিচালক সারোয়ার জাহান মুকুল এবং শিক্ষক নাজমুন নাহার আকন্দ।
আলোচনা শেষে বৃহত্তর ময়মনসিংহের ব্র্যান্ডিং এবং পর্যটন খাতে অবদান রাখার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশন, জেলা পুলিশ, বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ ইউনিট, মুক্তাগাছার মন্ডা তৈরি প্রতিষ্ঠান, সিলভার ক্যাসেল, রুমা কনফেকশনারি এন্ড পেষ্ট্রি শপ, শুভেচ্ছা সঞ্চয় জোট, জয়নুল আবেদীন সংগ্রহশালা, নেত্রকোনার ব্লু রিবনসহ ১০ টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর হাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।