গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশন প্লাটফর্ম এলাকা থেকে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এসএম ফৈরদৌস আলম মঙ্গলবার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্লাটফর্ম এলাকার ৫৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় রেল পুলিশের পাশাপাশি গফরগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুল্লাহ আল হারুন জানায়. গফরগাঁও রেলওয়ে ষ্টেশন এলাকায় ব্যবসা করার জন্য মাত্র ১২ টি দোকানের লাইসেন্স আছে । লাইসেন্স ছাড়া অবৈধ দোকান আছে প্রায় দুই শতাধিক।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এসএম ফেরদৌস আলম বলেন, রেলের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।