স্বজন ডেস্ক : সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জন, শনাক্ত হয়েছে ১৯৬ জন।
শুক্রবার (৫ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৬ জন, যা গতকাল ছিল ২৪৭ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন, যা গতকাল ছিল সাত জন।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার কমে হয়েছে এক দশমিক ১২ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৩২ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। আর তিন জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৭ হাজার ৮৯০ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭৮ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৫টি আর পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৪৪৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ৪৫ হাজার ২৯৪টি।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৬৯ হাজার ৪৫৩টি আর বেসরকারিভাবে ২৮ লাখ ৭৫ হাজার ৮৪১টি।
দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক চার শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ; আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন।
অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৫২ জন আর নারী ১০ হাজার ৩৮ জন। এদের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন দুই জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। তিন জনের মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে।