কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে একটি অস্ট্রেলীয় জাতের গাভী। বৃহস্পতিবার বিকালে উপজেলার দলপা ইউপির দলপা দক্ষিণ পাড়া গ্রামের জিপন মিয়া ওই গাভী তিন বাচ্চা প্রসব করে।
বাছুর তিনটি দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন জিপনের বাড়িতে।
জিপন মিয়া বলেন, এই গাভীটি সম্প্রতি বাজার থেকে ক্রয় করে এনেছিলেন। পরে তিনি বীজ দেন। বৃহস্পতিবার দুপুরে পর হঠাৎ গাভীটি ডাকাডাকি শুরু করে। তখন বুঝতে পাই বাছুর প্রসবের সময় হয়েছে। তাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাই। এ সময় প্রথমে একটি বাছুর প্রসব করে। তবে অবাক হই এর কিছুক্ষণ পর আরও একটি বাচ্চা প্রসব করে এবং এরপর আরও একটি বাছুর প্রসব করে। তিনটি বাচ্চাই সুস্থ রয়েছে।
এক সাথে তিনটি বকনা বাছুর প্রসব করবে তা আমি কল্পনাও করতে পারিনি। এটি আল্লাহর অশেষ রহমত। এছাড়া এক সাথে তিনটি বাচ্চা হওয়ায় আমি ও আমার পরিবারের সকলে খুবই আনন্দিত।
এলাকার বাসিন্দা আবুল বাশার তালুকদার বলেন, ওই গাভীটি বাছুর তিনটি দেখতে গিয়েছিলাম। আমি না শুধু বহু মানুষ বাছুর গুলো এক নজর দেখার জন্য আসছেন। বাচ্চা তিনটি বর্তমানে সুস্থ আছে বলে জানান তিনি।
বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খোরশেদ বলেন,এটা স্বাভাবিক বিষয়। একটি গাভীর তিনটি বাছুর হতেই পারে।