ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
আজ ৮ ডিসেম্বর বুধবার ফুলবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। মুক্ত দিবস উপলক্ষে আজ বিজয়া র্যালী ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্তরে আলোচনাসভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করছে স্ধানীয় মুক্তিযুদ্ধা সংসদ ।
উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে বীরতিহীন ভাবে ৭২ ঘন্টা যুদ্ধ হয়েছিল পাক সেনাদের সঙ্গে বাংলা মায়ের দামাল ছেলেদের। পাক সেনারা কৃষি অফিসের একটি ছাদের উপর মেশিনগান সেট করে বৃষ্টির মত গুলি ছুড়ে মানুষ হত্যা করেছিল। এছাড়া ৫ টি গ্রামে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কেম্পে ধরে আনা অসহায় আবাল-বৃদ্ধ-বণিতাকে বানার নদীর ব্রীজের উপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলে দিত নদীতে।
প্রতিদিন রক্তে লাল হত বানার নদীর পানি। লাশ গুলো ভেষে যেত ভাটির দিকে। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ বি সিদ্দিক জানায়, মুক্ত দিবস উপলক্ষে পৌর সদরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।