মতিউর রহমান সেলিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়নে গতকাল শনিবার ১৮৬০ জন শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর সিনিয়র মাদরাসা সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত গ্যালাক্সি ডায়াগনোস্টিক সেন্টারে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৬০ জন শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ সম্পন্ন হয়েছে। বাস্তবায়নকারীরা জানান, প্রায় ১৫/২০ কিলোমিটার দুরত্বের উপজেলা সদরে গিয়ে এ অঞ্চলের শিক্ষার্থীদের দুভোর্গ লাঘবে গ্যালাক্সি ডায়াগনোস্টিক সেন্টারে দ্রুত সময়ের মধ্যে এসির ব্যবস্থা করে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী সম্পন্ন করা হয়।
সার্বিক ব্যবস্থাপনা ও এতে সহযোগিতা করেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ সেলিনা আক্তার, নার্স রেশমা আক্তার, চামেলী আক্তার, পাপিয়া সুলতানা, জান্নাতুল মাওয়া ও অফিস সহকারী মনিরুজ্জামান।
শিক্ষার্থীরা জানান, গ্যালাক্সি ডায়াগনোস্টিক সেন্টারে দ্রুত সময়ের মধ্যে এসির ব্যবস্থা করে টিকাদানে আমাদের দুভোর্গ লাঘব হয়েছে। আমরা ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ সেলিনা আক্তার জানান, বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৬০ জন শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ সম্পন্ন হয়েছে।