কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নদ-নদীগুলোর পানি বাড়তে থাকায় হাওড়ের ফসল রক্ষার বাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল সকাল থেকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের জালিয়ার হাওড়ের বাঁধ মেরামত কাজ শুরু করা হয়েছে।
সুত্র জানায়,পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে জেলার মোহনগঞ্জ,খালীয়াজুরী ও মদন উপজেলার বহু বোরো ফসলি জমি। এর প্রভাব পড়তে শুরু করেছে
কেন্দুয়া উপজেলার জালিয়ার হাওড়ে। জালিয়া হাওড়ের বর্ণী নদীর পানি কয়দিন ধরে বাড়তে থাকায় স্থানীয় কৃষকদের আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শাহজাহান কবির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির আলম হাওড়ে ছুটে যান এবং হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদে চেয়ারম্যান ফসল রক্ষা বাঁধের নিচু অংশে মাটি ভরাটের নির্দেশ দেন।
বাঁধ মেরামতে কাজ করছেন ইউনিয়ন পরিষদের ইজিপিপি শ্রমিক ও স্থানীয়রা। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির আলম জানান, জালিয়া হাওড় এলাকার কৃষকেরা বোরো ফসলের ওপর নির্ভরশীল। বর্ণী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে শঙ্কা দেয়া দেখা দিয়েছে। আমরা ফসল রক্ষার বাঁধের নিচু অংশে মাটি ভরাটের কাজ করছি।
উপজেলা কৃষি অফিসার শাহজাহান কবির জানান,নদী পানি বাড়লেও এখনো ফসলি জমিতে পানি ঢুকেনি। অন্তত আরো ২/৩ পানি বৃদ্ধি পেলে ফসলি জমিতে পানি ঢুকবে। আমরা কৃষকদের সচেতনতা পাশাপাশি বাঁধ মেরামত করছি।