স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বিভিন্ন সংক্রামক-অসংক্রামক রোগব্যাধী, প্রাকৃতিক দূর্যোগ, নানা প্রকার দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ইত্যাদি নগর জনস্বাস্থ্যে চ্যালেঞ্জ তৈরি করছে। এসব বিষয়ে সচেতনতার বার্তা নিয়ে বারবার মানুষের কাছে যেতে হবে। মাঠ পর্যায়ের মনিটরিং ব্যবস্থাকেও আরও শক্তিশালী করতে হবে। নগর জনস্বাস্থ্য শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা।
জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নগর জনস্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে একথা বলেন মেয়র।
সেভ দ্যা চিল্ড্রেন ও সিডিসির সহযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এছাড়া এ অনুষ্ঠানে সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, সেভ দ্যা চিলড্রেন-বাংলাদেশের ম্যানেজার ডা. ফাইজা রাহলা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লীমা ও অনান্য মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য সুপাভাইজার ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।