শিল্পী সরকার : নারী প্রগতি সংঘের উদ্যোগে সরকারের সাথে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, মিডিয়া এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে দক্ষতা জোরদার বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত।
ময়মনসিংহ নগরীর প্রশিকা ট্রেনিং সেন্টারে ২৬ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় স্কুল পর্যায়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিশোরীদের মাসিক বান্ধব সুরক্ষা সচেতনা, স্কুল পর্যায়ে কেবিনেট প্রশিক্ষন, মার্শাল আর্ট প্রশিক্ষন, স্বাস্থ্য সচেতনাবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের সভাপতি মুক্তি মহানায়ক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার নাছিমা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের মাকসুদা খাতুন, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অফিসার মশিউর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।