কেন্দুয়া প্রতিনিধি : কুকুর আর বিড়ালের মধ্যে বন্ধুত্ব একটি বিরল ঘটনা। কিন্তু মাতৃস্নেহ আলাদা বিষয়। সেখানে কোনো শত্রুতা চলে না। থাকে কেবলই মমতা।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং বাজারে বসবাসকারী এক কুকুর আর বিড়ালের মধ্যে গড়ে ওঠেছে এক মমতার বন্ধন। গতকাল দুপুরে বাজারের রাস্তার পাশেই মাতৃস্নেহে দুধ পান করানো দেখে স্থানীয় অবাক। কেউ চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ ফেইসবুকে পোস্ট করলে জাত ভিন্ন হলেও বন্ধুত্ব বা সম্পর্ক মাতৃস্নেহের মমতা বিষয়টি ফুটে উঠে ।
স্থানীয় যুবলীগ নেতা ও বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন ভূঁইয়া জানান, ওই কুকুরটি আর বিড়ালটি এক সাথেই বাজারে ঘুরাঘুরি করে। তাদের মাঝে একটা সম্পর্ক আছে তা আমাদের জানা ছিল না। আর কুকুরের দুধ যে বিড়াল খায় তা আগে কখনো দেখিনি এই বার দেখলাম। তাদের মাতৃস্নেহ ভালবাসা দেখে আমরা সবাই অবাক হয়েছি।