স্টাফ রিপোর্টার : দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদ নির্বাচনে মোঃ রুহুল আমিন ভ’ঞা, সাধারণ সম্পাদক পদে খন্দকার ওয়াহিদুজ্জামান প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে ১১৮ জন ভোটারের মধ্যে ১১১ জন ভোটার ৬ ফেব্রুয়ারি সোমবার ট্যাক্সেস বার এসোসিয়েশন মিলনায়তনে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট দেন। উক্ত নির্বাচনে আয়কর আইনজীবী ঐক্য পরিষদ ১টি প্যানেলে সভাপতি সম্পাদকসহ ১৫ পদ, সতন্ত্র প্যানেলে অডিটরসহ ৮ সদস্যপদে এবং সভাপতি ও যুগ্ন সম্পাদক পদে সতন্ত্র পদে একজন করে প্রতিদন্দ্বীতা করছেন। এর মধ্যে আয়কর আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি মোঃ হাসান আলী খান, ও কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন আল রশিদ বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়।
আয়কর আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে জয়ীরা হলেন সভাপতি পদে মোঃ রুহুল আমিন ভূঁঞা, সাধারণ সম্পাদক পদে খন্দকার ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি পদে মোঃ হাসান আলী খান, যুগ্ম সম্পাদক পদে মোঃ আব্দুস ছালাম ভূঁঞা, কোষাধ্যক্ষ মোঃ হারুন আল রশিদ এবং সদস্য পদে মোঃ ফরহাদুজ্জামান, নজরুল ইসলাম, এস.এ.এম আজিজুল হাই সোহাগ, মোঃ লুৎফর রহমান মিলন, মোঃ মনোয়ার হোসেন খান সুমন, সৈয়দা মাসয়ুদা আক্তার, মোঃ মোর্শেদুল হাসান মোর্শেদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সতন্ত্র প্যানেলে অডিটরঅপূর্ব লাল রায় চৌধুরী, সদস্য পদে সুতপা পাল গোপা ও মোঃ তৌফির আহমেদ ভূঁঞা নির্বাচিত হয়েছে।
নির্বাচনে নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন এডভোকেট রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন বর্তমান সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন।
ভোট গননার সময় উপস্থিত ছিলেন, জাতীয় সদস্য সদস্য ও দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য আলহাজ নাজিম উদ্দিন আহমেদ, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আয়কর আইনজীবী সৈয়দ ফেরদুছুর রহমান, এডভোকেট নুরুজ্জামান খোকন এসময় ট্যাক্স বার এসোসিয়েশনের সদস্য বৃন্দ সহ জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।