মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে ৫ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কয়েকজন রোহিঙ্গা যুবক নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফুলপুর থানা পুলিশে র এসআই মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টেকখালী ক্যাম্পের আব্দুর রহমান (২০), কতুবপালং ক্যাম্প-১২ এর এনামুল্লাহ (২৩), টেকখালী ক্যাম্প-১২ এর মজিবর (২১), টেকনাফের হাবিবুর রহমান (১৯) ও জাড়িমুড়া ক্যাম্প-২৭ এর নুর কামাল (১৯) কে আটক করেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত থাকা টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বানিয়াছিট গ্রামের হাছেন আলীর পুত্র সিয়াম (২০), ঘাটাইল উপজেলার চর গোপিনপুর গ্রামের মৃত লতিফের পুত্র সিরাজুল (১৯) ও ঘাটাইল উপজেলার গাংগাইর দক্ষিণ পাড় গ্রামের আবুল হোসেনের পুত্র ফরিদ (১৯) কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোল্লেখিত রোহিঙ্গাদের নাম ও ঠিকানা প্রকাশ করেন।
পরে পুলিশ তাদেরকেও আটক করেন। তবে তারা কিভাবে ও কার মাধ্যমে এখানে এসেছে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।