নকলায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ভিক্ষুকমুক্ত নকলা গড়ার প্রত্যয়ে পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ২জন ভিক্ষুককে ২টি করে ছাগল ও ৮ জনকে দোকানসহ মুদি মালামাল দেওয়া হয়েছে।

এসময় উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমমান আরা, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুকসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান ভিক্ষুকমুক্ত নকলা গড়ার লক্ষ্যে ইতিপূর্বে আয়বর্ধনকারী সামগ্রী হিসেবে উপজেলার ৫ জন ভিক্ষুককে মুদি মালামালসহ ৫টি দোকান ঘর, একজনকে ২টি ছাগল, একজনকে কাপড়ের ব্যবসা ও একজনকে সবজির ব্যবসার জন্য সামগ্রী দেওয়া হয়েছে।