মসিকের করোনা টিকা রেজিস্ট্রেশন সেবা ও নতুন টিকা কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
স্বজন ডেস্ক : অধিক সংখ্যক নাগরিককে কোভিড ১৯ টিকার আওতায় আনতে সোমবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ০২ ও ০৩ এ বিনামূল্যে টিকার রেজিষ্ট্রেশন সেবা ও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১৮ ঊর্ধ্ব নাগরিকদের মধ্যে যারা এখনো করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেন নি তারা ১৭, ১৮ ও ১৯ তারিখ সকাল ১০ টা থেকে বেলা ০২ টা পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন এবং এ কেন্দ্রসমূহে টিকা নিতে পারবেন। এ সময় নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল সাথে নিয়ে আসতে হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।