নেত্রকোনা অফিসার’স এসোসিয়েশনের নির্বাহী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

মো. আবুল কালাম আজাদ :
দ্বিতীয় মেয়াদে গঠিত নেত্রকোনা অফিসার’স এসোসিয়েশন ময়মনসিংহ (নোয়াম) এর নির্বাহী পরিষদের প্রথম নির্বাহী সভা শনিবার মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বছরের শুরুতেই অনুষ্ঠিত নির্বাহী পর্ষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন নোয়ামের সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু তাহের। দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজন পর্যালোচনা, উপদেষ্টা পর্ষদ গঠন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ইত্যাকার বিভিন্ন আলোচ্যসূচীতে আয়োজিত সভায় মো. সাইফুল ইসলাম, খান সাদী হাসান, ডা. মো. এমদাদ উল্লাহ খান, ডা. মুহাম্মদ ওয়াহিদুর রহমান ছোটন, মো. জহিরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, বিদ্যুত কুমার রায়, শরীফুল ইসলাম, মোস্তফা মো. খায়রুল আলম, আব্দুল মান্নান, মোহাম্মদ মহসিন, মুহা. কামরুল হাসান, আবু ইউসুফ, আহাম্মদ হাসান জিন্নাহ প্রমুখ অংশগ্রহণ করেন।
সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ পারস্পরিক আলোচনার মাধ্যমে উপদেষ্টা পর্ষদ গঠন করেন। উপদেষ্টা পর্ষদের সদস্যগণ হলেন প্রফেসর মো. আব্দুল হাই, ডা. আব্দুল গনি, প্রফেসর চিত্ত রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ডা. এম এ বারী, ডা. এ কে এম আব্দুর রব, মো. শামছুজ্জামান, ড. মো. আক্কাস উদ্দিন ভুঁইয়া, প্রফেসর হাসান তৌফিক মো. আলী নূর, প্রফেসর সায়মা বেগম, ডা. মতিউর রহমান, মো. আব্দুল মজিদ। সভায় বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঈদ-পুজোয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নতুন জামা ও খাদ্য সামগ্রী বিতরণ, রোজায় ইফতার আয়োজন, শিক্ষাবৃত্তি প্রদান, প্রত্যন্ত জনপদ যেমন নেত্রকোনা জেলার কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প, সংগঠনের রেজিস্ট্রেশন ও পিকনিক আয়োজন ইত্যাকার বিষয়াদিতে পর্ষদ একমত পোষণ করেছেন এবং প্রতিটি কর্মসূচীতে উপদেষ্টা পর্ষদকে সম্পৃক্ত করে নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে উপকমিটি গঠন করা হয়েছে।

সভায় সাধারণ সভা আয়োজনে যাবতীয় আয়-ব্যয় উপস্থাপন করেন শরীফুল ইসলাম। উপদেষ্টা পর্ষদ গঠনসহ বিভিন্ন সূচকে উপকমিটি গঠনের পরবর্তী সেশনে সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন খান সাদী হাসান, ডা. মুহাম্মদ ওয়াহিদুর রহমান ছোটন, মো. জহিরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মোস্তফা মো. খায়রুল আলম প্রমুখ। সভা শেষে নোয়াম’র প্রচার-প্রকাশনা সম্পাদক ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আবুল কালাম আজাদ’র প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতিতে অভিনন্দন জ্ঞাপন ও পর্ষদকে আপ্যায়ন করেন নোয়াম’র সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু তাহের।
সবশেষে বছরের শুরুতেই নোয়াম’র প্রথম নির্বাহী সভায় সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও যৌক্তিক আলোচনা এবং মতামত প্রদান করে প্রাণবন্ত নোয়াম প্রতিষ্ঠায় আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন নোয়াম’র সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু তাহের।