ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় হাসপাতালে ভর্তি থাকার পর ১ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় হাসপাতালে ভর্তি থাকার পর ১ জনের মৃত্যু হয়েছে। ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জে ৭ম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দুদিন পর ৯ ফেব্রুয়ারি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিতর গ্রামের চৌরাস্তা মোড়ে সকালে রশিদ মিয়ার বাড়ি ও শেখ বাড়ির দু গ্রুপের মাঝে নির্বাচনী সহিংসতায় আব্দুল কাদির , আব্দুল মজিদ ও আমিনুল হক গুরুতর আহত হন। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আব্দুল কাদিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

সহিংসতার পরদিন মো. আশিক মিয়া (৩৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও ৪/৫জন কে অজ্ঞাতনামা আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদির (৫৫) ঢাকা মেডিকেল কলেজে মারা যান।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, পূর্বেই এব্যাপারে থানায় মামলা হয়েছে পরবর্তীতে হত্যার ধারা সংযুক্ত করা হবে। মূল আসামী গ্রেফতার আছে এবং অন্য আসামীরা জামিনে রয়েছে।