ময়মনসিংহে ১৯ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ময়মনসিংহে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন উপজেলার ১৯ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সন্মাননা প্রদান অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। পরে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের শাড়ি, চাঁদর, মাস্ক ও ক্রেষ্ট দিয়ে সন্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর
মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও মহিলা বীর মুক্তিযোদ্ধা গণ।

সন্মাননা প্রাপ্তরা হলেন, ফুলপুরের মোছাঃ ময়মনা খাতুন, মোছাঃ রেজিয়া খাতুন, ছাহেরা, মোছাঃ ছালেহা খাতুন, ময়মনসিংহ সদর উপজেলার মোছাঃ রজিয়া খাতুন, সুমিতা নাহা, রাণী বালা দাস, জয়ন্তী রায়, শিরিন মমতাজ, গফরগাঁও উপজেলার শ্রীমতি চীনু রানী দাস, মমতাজ বেগম, মুক্তাগাছা উপজেলার গীতা ঋষি, হালুয়াঘাট উপজেলার ফাতেমা খাতুন,
রুমেছা খাতুন দুঃখু, আয়েশা, পয়রবি, মোছাঃ নুরজাহান বেগম, মোছাঃ জাহেরা খাতুন, রহিমা খাতুন।