নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

স্টাফ রিপোর্টার, নকলা  : শেরপুরের নকলায় ৮০০ কৃষকের মাঝে উফসী জাতের আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
১৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমুখ।


এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও মাহমুদুল হাসান মুসাসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকগণ উপ¯ি’ত ছিলেন।
অনুষ্ঠানে ৮০০ কৃষক কে মাথাপিছু ৫ কেজি উফসী জাতের আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়।
বার্তা প্রেরক